দর্শনায় ইয়াবাসহ দু’মাদকব্যবসায়ী গ্রেফতার

0
8

নিউজ ডেস্ক:দর্শনার সুলতানপুরের আলী আহম্মদ ও আবু সালাম নামের দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে তাদেরকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মুরাদুল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামের পার্শ্বে। এ সময় স্টেডিয়ামের পার্শ্বে জনৈক সন্টুর ভাংড়ীর দোকানের সামনে থেকে দর্শনার পার্শ্ববর্তী পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর গ্রামের আব্দুল কুদ্দুস ধাপকের ছেলে আলী আহম্মদ (৩৫) ও আসকার আলীর ছেলে আবু সালামের (৩০) দেহ তল্লাশী করে উভয়ের কাছ হতে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করে আজ (শুক্রবার) তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।