দর্শনার মামুন ও জেবুল গুলিবিদ্ধ অবস্থায় আটক

0
8

ঝিনাইদহে দুই মাদক ব্যবসায়ীর পালানোর চেষ্টা, পুলিশের গুলি
নিউজ ডেস্ক:ঝিনাইদহ পৌর এলাকার মথুরাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের মথুরাপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল। আটক হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের নাজিম উদ্দিনের ছেলে মামুনুর রহমান (২৫) ও মৃত মকবুল হোসেনের ছেলে জেবুল হোসেন (২৬)।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, চুয়াডাঙ্গা থেকে মাদকের একটি বড় চালান ঝিনাইদহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশ ও সদর থানার পুলিশ মথুরাপুর এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি শুরু করলে মোটরসাইকেলের দুজন আরোহী ধারালো অস্ত্র দিয়ে পুলিশকে আঘাত করার চেষ্টা করেন। এ সময় ওই দুই মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এতে মামুনুর রহমান ও জেবুল হোসেন নামের দুজন গুলিবিদ্ধ হন। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৬ বোতল ফেনসিডিল এবং জব্দ করা হয় মাদকবহনকারী মোটরসাইকেলটি। সেখান থেকে তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।