দর্শনার গাঁজাসহ নারী মাদকব্যবসায়ী আটক

0
9

নিউজ ডেস্ক:দর্শনায় পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ নাছি নামের এক নারী মাদকব্যাবসায়ী আটক হয়েছে। পুলিশ জানায়, গতকাল রোববার বিকাল পৌনে ৫টার দিকে দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোল্লা সেলিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় দর্শনা দক্ষিণ রিপুপাড়া খামার মাঠের খোলা জায়গায়। এ সময় ২শ’ গ্রাম গাঁজাসহ নাসিমা বেগম নাছি (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাছি দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ার পাড়ার পাঞ্জাব কানার স্ত্রী।