দর্শনায় ‘সাংস্কৃতিক সংসদ’ নামে এক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দর্শনা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে বসে ১৩ টি সাংস্কৃতিক সংগঠনের কর্মিদের সমন্বয়ে ১৩ জন সমন্বয়ক নিয়ে এ সংগঠনটি গঠন করা হয়েছে। সাংস্কৃতিক কর্মী রাশেদ মল্লিকের সভাপতিত্বে প্রায় অর্ধশত সাংস্কৃতিক কর্মীদের প্রাণখোলা আলোচনার কমিটির জন্য ১৩ জন সমন্বয়ক নির্বাচন করা হয়। আগামী ৩ মাসের জন্য ১৩ সমন্বয়ক তাদের কার্যক্রম পরিচালনা করবেন।
সমন্বয়করা হলেন মনিরুজ্জামান ধীরু বাউল (বাউল পরিষদ), সাজ্জাদ হোসেন (অনির্বাণ থিয়েটার), টিটো খান (হিন্দোল সংগীত পরিষদ), মিল্টন কুমার সাহা (আনন্দধাম), আনোয়ার হোসেন (উদীচি দর্শনা), শেখ সাজহান সাজু (ফ্রেন্ডস সংগীত একাডেমি), শরীফ উদ্দিন (লালন একাডেমি), রাশেদ মল্লিক (রিদম ব্যান্ড), পলাশ আহম্মেদ (সকাল সন্ধা), সেলিম হোসেন (লাঠিয়াল দল), হাবিবুর রহমান (উদয় সাংস্কৃতিক সংগঠন), মাসুম বিল্লাহ ও রমিজ মল্লিক।
এ সময় দর্শনা সাংস্কৃতিক অঙ্গনের সিনিয়র পারসন মোস্তাক আহম্মেদ মনাসহ দর্শনা কেন্দ্রীক ১৩ টি সাংস্কৃতিক সংগঠনের প্রায় শতাধিক সাংস্কৃতিককর্মী উপস্থিত থেকে মতামত ব্যাক্ত করেন। পরে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আগামী ৩ মাসের মধ্যে ১৩ জন সমন্বয়কের মতামতের ভিত্তিতে দর্শনায় একটি জমকাল সাংস্কৃতিক সন্ধ্যা ও দর্শনা সাংস্কৃতিক সংসদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সমন্বয়কগন দর্শনা এলাকার সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিকসহ দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক কর্মী শেখ সাজু।