নিউজ ডেস্ক:জীবননগরে দরিদ্র মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা। জানা গেছে, বাঁকা ইউনিয়নের প্রতাবপুর গ্রামের দিনমজুর প্রতিবন্ধী শফিকুল ইসলামের মেয়ে মেধাবী ছাত্রী শান্তা খাতুন জীবননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসি পরীক্ষায় ভালো ফলাফল করে। কিন্তু টাকার অভাবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে না পারায় মেয়েটি হতাশা হয়ে পড়ে। সংবাদ পেয়ে শান্তার বাড়িতে ছুটে যান জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যরা। এ সময় বন্ধু রক্তদান কেন্দ্রের সদস্যদের সঙ্গে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান। তার লেখাপড়ার আগ্রহ দেখে তাকে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার সকালে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বন্ধু রক্তদান কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক চাষী রমজান, সাধারণ সম্পাদক মিঠুন মাহমুদ, সদস্য এ আর ডাবলু, ছাত্রলীগের নেতা নয়ন প্রমুখ।