নিউজ ডেস্ক:
বিভিন্ন কারণে এখন ত্বকের ক্যানসারের মাত্রা বাড়তে দেখা যাচ্ছে। যা হয়তো বহু ওষুধ খেয়েও সম্পূর্ণভাবে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সারানো সম্ভব নয়। কিন্তু এবার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই সম্ভব ত্বকের ক্যানসার সারবে মাত্র দুইটি সবজির মাধ্যমে।
সম্প্রতি একটি তথ্যে জানা গেছে যে, ব্রকোলি এবং ফুলকপিতে যে উপকারী উপাদান রয়েছে, তা সম্ভাবত ত্বকের ক্যানসার সারাতে সাহায্য করে। ব্রকোলি এবং ফুলকপি মেলানোমার টিউমার ধ্বংস করে। পাশাপাশি সুস্থ কোষগুলিতেও কোনওরকম ক্ষতি করে না। ক্যানসার আক্রান্ত অংশের ম্যালিগন্যান্ট কোষ ধ্বংস করে কিন্তু সেই জায়গারই সুস্থ কোষগুলি একেবারে অক্ষত থাকে।
মেলানোমা, ইউভি রশ্মির কারণে ত্বকের ক্যানসার হয়ে থাকে। একেবারে প্রথম ধাপে ধরা পড়লে অপারেশনের মাধ্যমে এই রোগ নির্মূল করা সম্ভব। কিন্তু এই রোগ যদি একবার বেড়ে যায়, তাহলে শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের ক্যানসার কোষ ধ্বংস করতে পারে ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি, মুলোর মতো সবজি ।