তুচ্ছ ঘটনায় সংঘর্ষে চারজন আহত

0
7

নিউজ ডেস্ক:আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের চারজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গাংনীতে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। আহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের গাংনী মাদ্রাসা পাড়ার মৃত মোকসেদ গড়ামের ছেলে আজিজুল হক (৬৫) এবং তাঁর তিন ছেলে বাবুল আলী (৪০), আনোয়ার হোসেন (৩৮) ও ওসমান আলী (১৬)। জানা যায়, গতকাল সন্ধ্যায় আজিজুল হকের সঙ্গে প্রবিবেশী কামালের তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কামাল আজিজুল হককে আঘাত করলে উভয় পরিাবরের সদস্যরা ঘটনা ঠেকাতে এলে আজিজুল হকের তিন ছেলে আহত হন। পরে পরিবারের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেন। আজিজুল হক ও বাবুল আলীর আঘাত গুরুতর হওয়ায় তাঁদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।