ডিঙ্গেদহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান
নিউজ ডেস্ক:মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমাণ্য করে এখনও চুয়াডাঙ্গার বিভিন্ন হাট-বাজার ও মুদি দোকানে নিষিদ্ধকৃত ৫২টি পণ্য বিক্রি করা হচ্ছে। তবে জনসচেতনতার অভাবে সরানো যাচ্ছে না পণ্যগুলো। তাই নিষিদ্ধ পণ্য বর্জনে নিয়মিত অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়। অভিযানে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধকৃত ৫০ প্যাকেট এসিআই লবণ জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় সাকিব সাঈদ স্টোরে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও পণ্যের মুল্যতালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮, ৫১ ধারায় ৬ হাজার টাকা, শিশির স্টোরকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয় সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫১ ধারায় ৩ হাজার টাকা ও হানিফ স্টোরকে হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ পণ্য রাখার অপরাধে ৪১ ধারায় দেড় হাজার টাকা জরিমানা করা হয়। বিভিন্ন অপরাধে তাদেরকে সর্বমোট সাড়ে ১০ টাকা জরিমানা করের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। এ সময় বেশ কয়েকটি দোকান মালিককে নিষিদ্ধ পণ্যগুলো সম্পর্কে সচেতন করা হয়। যেন পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ৫২ প্রকার পণ্য দোকানে না রাখে এবং বিক্রয় না করে। একই সঙ্গে সাধারণ ভোক্তাদেরও সচেতন হবার পরামর্শ দেয়া হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা ক্যাব’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা পুলিশ।