আলমডাঙ্গার পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে একজনের তিন মাসের বিনাশ্রম কারাদ- ও দুজনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে উপজেলার বেলগাছি ও কালিদাসপুরে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের নিয়ামত আলীর ছেলে জাহাঙ্গীরকে (৪০) মাদক সেবনের অভিযোগে আটক করে গতকাল দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন। সোবাইল কোর্টে তাঁকে তিন মাসের বিনাশ্রম করাদ- প্রদান করা হয়।
একই দিন কালিদাসপুর গ্রামের আব্দার হোসেনের ছেলে আনন্দধাম বাজারের ভূষিমাল ব্যবসায়ী রুবেল হোসেন (৩৬) তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করাই মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বেলগাছি গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিটন আলী। এ সময় খোলাবাজারে পেট্রোল বিক্রয় করার অপরাধে বেলগাছি গ্রামের কুড়ন ম-লের ছেলে আফজালকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম ও এসআই সহিদুল।