জীবননগরে গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-জনতার যৌথ অভিযান
নিউজ ডেস্ক:জীবননগরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি দেশীয় হাসুয়া ও একটি দেশীয় চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়। গত সোমবার জীবননগর শহরের শাপলাকলিপাড়ায় গভীর রাতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ-জনতার যৌথ অভিযানে ডাকাত দলের এ তিন সদস্যকে আটক করা নয়।
আটককৃতরা হলো- জীবননগর উপজেলার শাপলাকলিপাড়ার ৭নং ওয়ার্ডের মৃত মঈনুল হকের ছেলে রিয়াজ (২৪), ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাকোশপোতা গ্রামের শুকুর আলীর ছেলে হুসাইন শেখ (২৫) ও একই উপজেলার রায়পুর গ্রামের পূর্বপাড়ার মৃত চাঁন্দ আলী শেখের ছেলে বিল্লাল শেখ (৩৫)। এদিকে, দু’দিনের ব্যবধানে একই স্থানে দুটি ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে ৫-৬ জন ডাকাত জীবননগর শাপলাকলিপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলামের বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচিছলো। এসময় এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে কৌশলে থানা পুলিশকে খবর দেয়। এ সংবাদে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে এবং স্থানীয় জনতার সহযোগীতায় অভিযান চালিয়ে হাতেনাতে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে। এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড তাজাগুলিসহ দেশীয় তৈরী একটি চাইনিজ কুড়াল এবং দেশীয় অস্ত্র হাসুয়া উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, পুলিশ মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে জীবননগর শাপলাকলি পাড়ায় অবস্থান করছে। সেখানে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে আটক করে থানায় নেয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি দা ও একটি হাতকুড়াল পায়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।
এর আগে গত রোববার একই এলাকায় মিছরী ব্যবসায়ী রফিকুল ইসলামের বাড়িতে রাত এগারটার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত প্রবেশ করে নগদ দেড় লক্ষাধিক টাকাসহ তিন লক্ষাধিক টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এদিকে, একই এলাকায় পরপর দু’দিন ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।