চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে আবারও বেড়েছে রোগীর সংখ্যা
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। প্রচন্ড শীতে রোটা ভাইরাসজনিত কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। গত তিনদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০ জন। এদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা বেশি। এতে করে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও সেবিকারা। সরেজমিনে দেখা যায়, হাসপাতালের মেঝেতে কষ্টে দিন পার করছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীরা। হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে কর্তব্যরত সেবিকারা জানায়, হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে প্রচন্ড পরিমাণে রোগী বৃদ্ধি পাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে তারা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ২০ জনের জায়গা থাকলেও সেখানে অবস্থান করছে শত শত ডায়রিয়ায় আক্রান্ত রোগী। গত তিনদিনে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ১১০ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জাকির হোসেন জানান, অতিরিক্ত শীতে রোটা ভাইরাসজনিত কারণে শিশুরা বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর ভিড়। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে।