তিতুদহে শ্বশুরবাড়িতে গৃহবধূর বিষপান, রহস্য

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার তিতুদহে শিরিনা বেগম (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাই তাঁর মৃত্যু হয়। নিহত গৃহবধূ চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গবড়গাড়া গ্রামের ছিলিন্দপাড়ার ইয়াসিন আলীর স্ত্রী ও একই গ্রামের খাশপাড়ার শাহজালালের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় শিরিনার আত্মহত্যার খবর পেয়ে গড়াইটুপি মুচিপাড়ার এক গ্রাম্য চিকিৎসকের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আনা হয়। কখন ও কেনো শিরিনা বিষ পান করেছেন, তা কেউ স্পষ্ট করে বলতে পারেননি। তবে জানা যায়, গতকাল দুপুরের দিকে শিরিনার শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে বিষপান করা অবস্থায় গড়াইটুপি মুচিপাড়ার এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যেয়ে ওয়াশ করান এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। খবর পেয়ে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা তাঁকে সেখান থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু এহসান মো ওয়াহেদ রাজু বলেন, ‘আশঙ্কাজনক অবস্থায় শিরিনাকে হাসপাতালে নিয়ে এলে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখি এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিই। পরে রাত নয়টার সময় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’