সিরাজগঞ্জ প্রতিনিধিঃ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের তাড়াশে প্রতিপক্ষের হামলায় খোরশেদ আলম খুশি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় তাড়াশ উপজেলার তালোম ইউনিয়নের গোন্তা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম খুশি তালোম ইউনিয়নের গোন্তা গ্রামের মুই ফকিরের ছেলে।
তালোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাসউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোন্তা গ্রামে খোরশেদ আলম খুশির সাথে একই গ্রামের প্রভাষক আব্দুল আজিজের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সোমবার সকালে বিরোধপূর্ণ্য জমিতে ধান চাষের জন্য জমি প্রস্তুত করছিলেন খোরশেদ আলম। এ খবর পেয়ে প্রভাষক আব্দুল আজিজ লোকজন নিয়ে খোরশেদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা বিরাজ করছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় প্রতিপক্ষের হামলায় খোরশেদ নিহত হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় মামলা দায়ের করেছে।