তাহসানের গানের টাকায় তিন হাজার মানুষের এক মাসের খাবার

0
33

বিনোদন ডেস্ক:করোনাকালীন সংকটের সঙ্গে লড়তে নিজের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি বিক্রি করলেন গায়ক তাহসান। অনলাইন নিলামে তাহসানের প্রথম অ্যালবামের ডেট টেপ ও ঈর্ষা গানের কাগজটি নিলামে উঠেছে সাড়ে সাত লাখ টাকা। ডেট টেপ ও গান লেখার কাগজের ভিত্তি মূল্য ধরা হয়েছিল তিন লাখ টাকা।

আমিন হাসান নামের একজন ৭ লাখ ৫০ হাজারে এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়াবে ব্র্যাক। আর আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তাঁর স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত। নিলামে জয়ী আমিন হাসান এর বেশি কিছু সে বলতে চান না। তাহসানও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে জানালেন, ধন্যবাদ দেওয়া ছাড়া খুব বেশি একটা কথাও বলতে পারিনি। অধীর আগ্রহে অপেক্ষা করছি নিলামে বিজয়ীর সঙ্গে। তাহসান বলেন, ‘আমরা যখন বললাম তিন লাখ টাকা মিনিমাম, তখন অনেকে বলছিল, একটা কাগজে লেখা লিরিকের জন্য, আর একটা ছোট ক্যাসেটের জন্য মানুষ এত টাকা দেব কি না। আমার মনে হয়েছিল, আমার হয়তো লাখো, কোটি ভক্ত আছে। কিন্তু আমি তো সবার জন্য এটা করছি একজনের কাছের এটার মূল্য থাকলেই হলো। আমার মনে হচ্ছিল, যাঁরা আমার কাজ দেখেছে, তাঁরা এই দুটি বস্তুর মূল্য বুঝবে, এই আত্মবিশ্বাস আমার ছিল। আমি খুবই খুশি যে আমার ত্যাগটা ভালোভাবে কাজে লাগবে। আমার কাছে মহা মূল্যবান এই দুটি বস্তুর থেকে আয়কৃত টাকা ভালো জায়গায় যাবে। যিনি নিলাম জিতেছেন, তাঁকে সামনাসামনি ধন্যবাদ জানানোর জন্য অপেক্ষা করছি।

‘অকশন ফর অ্যাকশন’ ফেসবুক পেজ থেকে এই নিলাম কার্যক্রমের লাইভ আয়োজনটি দারুণ জমেছিল গতকাল রাতে। একসময় এ আয়োজনের লাইভে আসে তাহসানের গানের বন্ধু ব্ল্যাক ব্যান্ডের টনি ও জন। তিন বন্ধুর অনলাইন আড্ডা লাইভে ভিন্নমাত্রা যোগ করে। ভক্তরাও নানা রকমের মন্তব্য জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

‘অকশন ফর অ্যাকশন’ নিলামে বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের তারকারাও আছেন। সবার ভক্তদের কাছে অনুরোধ জানিয়ে তাহসান বলেন, ‘প্রত্যেক তারকার অকশনে আবেগের মূল্যটার দিকে যেন আমরা নজর দিই। আমি যখন প্রথম অ্যালবামের ডেট টেপ ও গানের কাগজটা নিলামে তোলার কথা বলছিলাম, অনেকে অনাগ্রহ দেখিয়েছিল। গিটার বা কি-বোর্ড দিয়ে দেন, একটা কাগজ আর টেপ বিক্রি হবে কি না। আমার কথা হচ্ছে, এটা অনেকের কাছে দেখতে কাগজ কিংবা একটা টেপ মনে হলেও, আমার জীবনের মহামূল্যবান একটা জিনিস, যা আমার ভক্তরাই বুঝতে পারবেন।’

তাহসান বলেন, ‘সারা পৃথিবীতে তারকারা ফান্ড সংগ্রহে নিলামে অংশ নেন। আমাদের এখানে হয়নি। তারকাদের জনপ্রিয়তাকে ব্যবহার করে টাকা উত্তোলনের সুযোগটা ভালো। আমরা খুবই হ্যাপী, আমাদের নক্ষত্র সাকিব আল হাসানের ব্যাট নিলামে উঠেছে। বাংলাদেশের প্রতিটা ফিল্ডে যাঁরা মানুষের ভালোবাসা পেয়েছেন, আমরা যেন এই ভালোবাসা ব্যবহার করে কিছু করতে পারি। আমার নিলামের বিষয়টা যখন এলো ভাবলাম, আমার কাছে কি এমন জিনিস আছে, যেটা আমি হারাতে চাই না। অনেক দিন ধরে যত্ন করে ড্রয়ারে রেখেছি। হারালে মনে হবে আমিও কিছু স্যাক্রিফাইজ করছি। তখনই মনে হলো আমার প্রথম অ্যালবাম “কথোপকথন”–এর ডেট টেপ এবং ঈর্ষা গানটি যে কাগজে লিখেছিলাম, সেই পাতাটা। আমার এই অ্যালবামের কারণে মানুষ আমাকে চিনেছে। এত ভালোবাসা দিয়েছে। সেই ভালোবাসার মহামূল্যবান বস্তু দুটি করোনা আক্রান্তদের তহবিল সংগ্রহে উৎসর্গ করেছি।’