নিউজ ডেস্ক:
বাংলাদশে দলের ব্যাটিং লাইন আপে ক্রমেই ধৈর্যের প্রতিমূর্তি হয়ে উঠছেন তামিম ইকবাল। মিরপুরে অজিদের বিপক্ষে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৪তম অর্ধশতক।
মঙ্গলবার ঢাকা টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেই অস্ট্রেলিয়ান বোলারদের উপর চড়াও হন তামিম। প্রথম ওভারেই কামিন্সের বলে দুটি চারের মার মারেন। তারপর কামিন্সের দ্বিতীয় ওভারেই বাউন্ডারি হাঁকান এ ড্যাশিং ওপেনার।
হাফসেঞ্চুরি করার পথে তামিম বল খেলেছেন ১০৩টি মেরেছেন ৬টি চারের মার। তাকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন অধিনায়ক মুশফিকুর রহিম
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তৃতীয় দিনে ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৭২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। লিড পেয়েছে ১১৫ রানের।
এর আগে দ্বিতীয় দিনের শেষ বেলায় ২২ ওভার ব্যাট করে সৌম্য সরকারকে হারিয়ে ৪৫ রান করে বাংলাদেশ। সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পাওয়া স্বাগতিকরা ৮৮ রানে এগিয়ে ব্যাটিংয়ে নামে।