তাঁতের শাড়িসহ পাওয়া যাবে নানা সামগ্রী

0
10

চুয়াডাঙ্গায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ। মেলার আয়োজক সমাজকল্যানমূলক সংগঠন গণচেতনার সাধারণ সম্পাদক মোবারক উল্লাহ ডাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, মেলা আয়োজক অধিকর্তা দেলোয়ার উদ্দীন দুলু, গণচেতনার যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন ফারুক, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বিপুল আশরাফ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এছাড়াও মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ী, ক্রেতা ও দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা আজ (১২ মার্চ) থেকে শুরু হয়ে চলবে ১১ এপ্রিল পর্যন্ত।
এবারের মেলায় থাকছে তিনটি বড় প্যাভেলিয়ানসহ ছোট-বড় ৫৮টি দোকান। এসব দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানি, তাঁতের শাড়ি, কুটিরশিল্প, বড়দের ও ছোটদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, পোশাক ও প্রসাধনী। আরো রয়েছে শিশুদের জন্য নাগরদোলা, হাইড্রোলিক নৌকা, ট্রেন ও প্যাকেটজাত নানা খাদ্য সামগ্রী।