নানা আয়োজনে ঝিনাইদহে তথ্য অধিকার দিবস উদ্যাপন, চুয়াডাঙ্গার সভায় ডিসি নজরুল ইসলাম
নিউজ ডেস্ক:‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর’ ও ‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার: তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা:
‘তথ্য সবার অধিকার, থাকবে না কেউ পেছনে আর’ ও ‘তথ্য পাবে জনগণ, তথ্য সবার উন্নয়ন’ প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। তবে বৃষ্টির কারণে র্যালিটি সেখানেই শেষ করে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় মিলিত হন সবাই। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, তথ্য অধিকার আইন হচ্ছে সাধারণ জনগণের অধিকার প্রতিষ্ঠার আইন। দেশের অন্য সব আইন সরকার তথা প্রশাসন জনগণের ওপর ব্যবহার করে থাকেন; একমাত্র তথ্য অধিকার আইনের মাধ্যমেই দেশের সাধারণ নাগরিকেরা প্রশাসন ও সরকারকে জবাবদিহির মুখোমুখি করাতে পারেন। তিনি বলেন, এ আইনের এক দশকের বেশি সময় অতিবাহিত হলেও আইনটি সম্পর্কে এখনো অধিকাংশ মানুষ সচেতন নন। তাই সাধারণ মানুষকে তাঁদের অধিকার প্রতিষ্ঠার জন্য এ আইনের ব্যবহার সম্পর্কে সচেতন করতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
জেলা তথ্য কর্মকর্তা আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মুহ. শামসুজ্জোহা, প্রফেসর সিদ্দিকুর রহমান ও প্রফেসর এস এম ই¯্রাফিল। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
ঝিনাইদহ:
‘তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার: তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ এ প্রতিপাদ্যে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রবিউল ইসলাম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) মহসীন হোসেন, শিক্ষক আব্বাস উদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তারা তথ্য অধিকার আইন আরও বাস্তবায়নের লক্ষ্যে সর্বস্তরে তথ্য আইন সম্পর্কে অবহিত করতে সবার প্রতি আহ্বান জানান।