নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় আব্দুল বাশার নামের (২১) এক সেনা সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার সকালে তাঁর রক্ত পরীক্ষা করে ডেঙ্গুর ভাইরাস ধরা পড়লে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি রাখেন। আব্দুল বাশার দামুড়হুদা উপজেলার পোড়াপাড়ার উসমান গনির ছেলে। তিনি বাংলাদেশ সেনা বাহিনীতে সৈনিক হিসেবে খাগড়াছড়ি জেলায় কর্মরত।
জানা গেছে, চাকরিরস্থলে থাকাকালীন গত সোমবার থেকে প্রচ- জ্বরে আক্রান্ত হন আব্দুল বাশার। প্রাথমিক চিকিৎসা নিয়েও জ্বর না কমলে তাঁর সন্দেহ হয়। পরে সেখানে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করলে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেন চিকিৎসক। গতকাল শুক্রবার বাড়ি ফিরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবারও পরীক্ষা-নিরীক্ষা করে ডেঙ্গু আক্রান্ত্রের বিষয়টি নিশ্চিত হয়ে ভর্তি হন। ইতিমধ্যেই আব্দুল বাশারকে মশারির মধ্যে রেখে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে।