ডিবি পুলিশের অভিযানে আ. সালামকে আটক

0
8

আন্দুলবাড়ীয়া সড়কে চেয়ারম্যানের গাড়িতে ডাকাতির ঘটনা
নিউজ ডেস্ক:জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে উপজেলা চেয়ারম্যানের গাড়িতে হামলা ও ডাকাতির ঘটনায় আব্দুস সালাম নামের একজনকে আটক করেছে পুলিশ। সে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের নিয়ামত মৃধার ওরফে নিমাই মৃধার ছেলে এবং হামলা ও ডাকাতি মামলার অন্যতম আসামী। গত সোমবার রাতে জীবননগর থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পুলিশ জানায়, গত ৭ মে মঙ্গলবার রাতে আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কে সংঘবদ্ধ ডাকাতদল সড়কে গাছ ফেলে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজের গাড়ির গতিরোধ করে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় চেয়ারম্যানের কাছ থেকে নগদ ২২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়া হয়। এ ঘটনায় মামলা হলে অভিযুক্তদের ধরতে অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশসহ সংশ্লিষ্ট থানা পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর শহর থেকে আব্দুস সালামকে আটক করা হয়। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।