ডাল ভেঙে বিপত্তি, আলমসাধুচালকের করুণ মৃত্যু

0
8

জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের দুধারে ঝুঁকিপূর্ণ চটকা গাছের শুকনো
নিউজ ডেস্ক:জীবননগরে গাছের ডাল মাথায় পড়ে মাসুম মিয়া নামের এক আলমসাধুচালকের করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উথলী মোল্লাবাড়ি জামতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া (৩০) মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামের ঘাটপাড়ার মৃত নুর ইসলামের ছেলে।
জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে আলমসাধুচালক মাসুম মিয়া জীবননগর শহর থেকে নিজ এলাকা মেহেরপুরে উদ্দেশে যাচ্ছিল। এ সময় জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মোল্লাবাড়ি জামতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশের একটি চটকা গাছের ডাল ভেঙে তাঁর মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির লাশ তাঁর নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, রাস্তার পাশে যে সব বড় বড় গাছ আছে, এর মধ্যে বেশকিছু গাছের ডাল শুকিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের একাধিকবার বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি। যার ফলে একটু জোরে বাতাস হলেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করতে হয়। জীবননগর থানার ভাপরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, গতকাল বিকেলে মাসুম মিয়ার লাশ নিজ গ্রাম মুজিবনগর উপজেলার ভবানিপুর গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। পরিবারের একমাত্র উপার্জনকারীর এ অকাল মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের লোকজন। আলমসাধুচালক মাসুম দুই মেয়ে ও এক ছেলের জনক। গতকাল মাগরিবের নামাজের পর ভবানিপুর কবরস্থানে জানাজা শেষে মাসুমের লাশ দাফন করা হয়েছে।