ট্রেনে অজ্ঞানপার্টির খপ্পরে বৃদ্ধ, হাসপাতালে ভর্তি

0
10

নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধকে হাসপাতলে নেওয়া হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সাগরদাঁড়ী এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা রেলস্টেশনে পৌঁছালে এক বৃদ্ধকে অচেতন অবস্থায় ট্রেন থেকে নামানো হয়। পরে তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে ভর্তি করা হয়। অজ্ঞাতনামা বৃদ্ধ অচেতন থাকায় তাঁর পরিচয় পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত অজ্ঞাতনামা বৃদ্ধ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল।