নিউজ ডেস্ক:
ফিনল্যান্ডে দীর্ঘ গ্রীস্মকালীন ছুটির এ সময়ে পুলিশ ও কর্মকর্তাদের দায়িত্ব পালনের জন্যে ডেকে পাঠানো হয়েছে। কারণ হেলসিংকিতে সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক।
ঐতিহাসিক এ বৈঠককে সামনে রেখে কড়া নিরাপত্তা ব্যবস্থাসহ কাজে যোগ দেয়ার জন্য ছুটিতে থাকা পুলিশ সদস্য ও কর্মকর্তাদের ডাকা হয়েছে। খবর এএফপি’র।
কারণ, রুশ-মার্কিন প্রেসিডেন্টের এ বৈঠকের প্রতিবাদে জোরালো বিক্ষোভ হতে পারে বলে আশংকা করা হচ্ছে। যদিও এ সপ্তাহের গোড়ার দিকে লন্ডনে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভের ধারণা করা হলেও বাস্তবে তা হয়নি।
গত মাসের শেষের দিকে ঘোষণা করা ট্রাম্প-পুতিনের এ সম্মেলন হচ্ছে ফিনল্যান্ডের রাজধানীতে এ ধরনের সবচেয়ে বড় অনুষ্ঠান। এর আগে ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলিৎসিনের মধ্যে এ ধরনের বৈঠক হয়েছিল।
এদিকে ফিনল্যান্ডের অনেক নাগরিক এএফপি’কে জানিয়েছে, তাদের দেশে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক হতে যাওয়ায় তারা আনন্দিত। সোমবার সারা বিশ্বের নজর থাকবে তাদের এই বৈঠকের দিকে।