নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদন পেয়েছে টেস্ট ও ওয়ানডে লীগ। আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করেছেন।
এটি ক্রিকেটে একটি নতুন সংযোজন। এই নিয়মে প্রথম সারির দলগুলো সবাই সমানভাবে টেস্ট ও ওয়ানডে খেলার সুযোগ পাবে। এক্ষেত্রে লাভবান হবে রাঙ্কিংয়ে নিচের দিকে থাকা দলগুলো।
টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষ ১০টি দল ছয়টি করে সিরিজ খেলবে-তার মধ্যে তিনটি হোমে এবং তিনটি অন্যদেশে। তবে এই আইন এখনি কার্যকর হচ্ছে না। এটি ২০১৯ বিশ্বকাপের পর শুরু হবে। তবে একটি সিরিজে কমপক্ষে দুটি টেস্ট খেলতে হবে এবং এটি সিরিজে পাঁচটি টেস্টেও প্রসারিত হতে পারে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের অন্তর্ভুক্তি হবে না। বাকি সবগুলো দল নিয়েই অনুষ্ঠিত হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ।