ডিজিটাল চ্যাট স্টেশন ও শাওমির উইবো পোস্টের বরাতে অ্যান্ড্রয়েড অথোরিটির খবর, সুপার লার্জ অ্যাপারচারের সাহায্যে এই লেন্স ৩০০ শতাংশ বেশি আলো প্রবেশ করাতে সক্ষম। লেন্সের অ্যাপারচার এবং ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির ২০ শতাংশ উন্নত করা হবে। ক্যামেরার ভেতর থেকেই লেন্স বের হয়ে জুম ইন, জুম আউট হবে। এর বাইরে শাওমির এই টেলিস্কোপিক লেন্স প্রসঙ্গে বিস্তারিত কিছু জানা যায়নি।
উইবোতে শাওমি একটি ভিডিও আপলোড করেছে, যেখানে দেখা গেছে, ফোন থেকে লেন্সগুলো পুরোনো পয়েন্ট অ্যান্ড শুট জুম ক্যামেরার মতো বেরিয়ে আসে। যদিও শাওমি জুমের সীমা নির্দিষ্ট করে জানায়নি। আর এই প্রযুক্তির ফোন কবে বাজারে আসবে, শাওমি সে প্রসঙ্গেও বিস্তারিত জানায়নি।
শাওমি প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে ২০১১ সালের আগস্টে। আর ২০১৪ সালের মধ্যে অতিদ্রুত বাজার দখলের মাধ্যমে এটি চীনের সবচেয়ে বড় স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়।