জিয়াবুল হক , টেকনাফ: সেন্টমাটিন অদুরে বঙ্গোপসাগরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা ৩ লক্ষ পিস ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিককে আটক করেছে।
কোস্টগার্ড সুত্রে জানা যায়, গতকাল ৩ আগষ্ট বৃহস্পতিবার ভোর রাত আড়াই টারদিকে সেন্টমার্টিন ছেড়াদিয়া সংলগ্ন বঙ্গোপসাগরে এ অভিযান চালানো হয়।
কোষ্টগার্ড টেকনাফ ষ্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, কোস্টগার্ডের একটি টহলদল মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সেন্টমাটিন চেড়া দ্বীপের পূর্ব- দক্ষিন বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার সীমানা থেকে একটি ট্রলার আসতে দেখে সংকেত দিলে ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা কালে ৩ রাউন্ড গুলি ছুঁড়ে ধাওয়া করে ট্রলারটি আটক করা হয়। এ ট্রলারটি তল্লাশি চালিয়ে ৩ লক্ষ পিস ইয়াবাসহ ৬ মিয়ানমার নাগরিককে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, মিয়ানমার আকিয়াব এলাকার মৃত সোলতান আহাম্মদের ছেলে রহিম উল্লাহ(৬০), মিয়রক’ল আলী পাড়ার মকবুল আহাম্মদের ছেলে নাজির আহাম্মদ(৬৫), একই এলাকার মৃত কাদের হোসনের ছেলে এনামুল হোসেন(১৬), মৃত হাবিউর রহমানের ছেলে মো. করিম(১৭), মৃত মোহাম্মদের ছেলে মো. রফিক(১৪), মৃত রহিম উল্লাহর ছেলে মো. ফারুক (১৪)। উদ্ধার ইয়াবা ও ট্রলারের আনুমানিক মূল্য ১৫ কোটি ৩ লক্ষ টাকা বলে জানায়।
কোস্টগার্ড কর্মকর্তা আরো জানান, নাফনদীতে দিন রাত জেলেদের মাছ শিকার বন্ধ করা হলেও ইয়াবা পাচারকারীরা রুট পরিবর্তন করে বঙ্গোপসাগর দিয়ে পাচার করছে। বেশির ভাগ ইয়াবা উপকুল দিয়ে খালাস করে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পাচারের খবর রয়েছে। কোস্টগার্ড ইয়াবাসহ যে কোন মাদক পাচার ঠেকাতে পাহারা জোরদার করেছে। এদিকে উদ্ধার ইয়াবা ও ট্রলারসহ আটক মিয়ানমার নাগরিকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা রুজু করেছে।