কক্সবাজারের টেকনাফে দমদমিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকরা হলেন মিয়ানমারের মংডু দারোগা পাড়া কবির আহম্মেদের মো. আইমেস (২৫) ও মাংগালা গ্রামের জাফর আলমের ছেলে মো. হাসান (১৮)।
টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মুর্শেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে টেকনাফের জাহাঙ্গীরের জোড়া নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির নৌ-টহলদল কঠোর সর্তকতা অবলম্বন করে।
একপর্যায়ে দুইজন ব্যক্তিকে নাফ নদীতে সাঁতরিয়ে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জাহাঙ্গীরের জোড়ার দিকে আসতে দেখে। পরবর্তীতে টহলদল ওই ব্যক্তিদের চ্যালেঞ্জ করে নাফ নদীতে আটক করে এবং তল্লাশি করে চোরাকারবারীদের মধ্যে একজনের কোমরে ফিটিং অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত মিয়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করে আসছে।
তিনি আরও জানান, আটক আসামিদের জব্দ করা ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।