টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা ডাকাত নিহত

0
28

হাবিবুল ইসলাম হাবিব, কক্সবাজার প্রতিনিধি::

টেকনাফে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ দুই রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতরা হলো নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের আব্দুল হাকিম (৩৫) ও একই ক্যাম্পের ওজিউল্লার পুত্র মো. রশিদ (৩৩)। ঘটনাস্থল তল্লাশি করে এসবিবিএল ৩টি, ওয়ান শুটারগান ১২টি, ২৮ রাউন্ড গুলি, ২টি চাপাতি উদ্ধার করেছে র‍্যাব। অভিযানের সত্যতা নিশ্চিত করে র‍্যাব ১৫-এর শীর্ষ এক কর্মকর্তা জানান, নিহত দুই ডাকাত শীর্ষ রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপের সক্রিয় সদস্য।
তিনি বলেন, আজ ১ মে ভোররাতের দিকে গোপন সংবাদ আসে যে, রোহিঙ্গা ডাকাত জকির তার দলবল নিয়ে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোছনী ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থান নিয়েছে। ওই সংবাদের ভিত্তিতে র‍্যাব ১৫-এর একটি চৌকস দল অভিযানে নামে। এরপর ডাকাতদলের সদস্যরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে র‍্যাবের বেশ কয়েকজন সদস্য আহত হয়।
একপর্যায়ে আত্মরক্ষার্থে র‍্যাব পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে। নিহত দুই ডাকাতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।