নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার বেলা সোয়া ১০টার দিকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে রাষ্ট্রপতি ও বঙ্গবন্ধুকন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন। এ সময় সঙ্গে ছিলেন, আওয়ামী লীগের শীর্ষ ও তৃণমূল নেতারা।
এর আগে গতকাল শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান।