নিউজ ডেস্ক:
বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে কিংবদন্তি গলফার টাইগার উডসকে গ্রেফতার করেছে পাম বিচ কাউন্ডি শেরিফ পুলিশ। ডিইউআই আইনের আওতায় উডসকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে কয়েক ঘণ্টা পরেই তাকে ছেড়ে দেওয়া হয়।
ছেড়ে দেওয়ার আগে উডসের থেকে মুচলেকা লিখে নেয়া হয়। সেখানে উডস লিখেছেন, ‘আমি বুঝতে পারছি আমি অপরাধ করেছি এবং সেটির সম্পূর্ণ দায় আমি নিয়েছি। তবে জনগণকে আমি জানাতে চাই, আমি নেশাগ্রস্থ ছিলাম না। যা ঘটেছিল তা শুধুই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া ছিল। আমি বুঝিনি কয়েক ধরনের ওষুধ এক সাথে সমস্যা করবে। আমি মন থেকে আমার পরিবার, বন্ধু ও ভক্তদের কাছে ক্ষমা চাই। আমার সামর্থ্যের সব টুকু দিয়ে আমি নিজেকে আরও সামনে নিয়ে যাব। ’
প্রসঙ্গত, নেশাগ্রস্ত অবস্থায় কিংবা অন্যকোনো কিছুর প্রভাবে এলেমোলো কিংবা বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে গ্রেফতার করাকে ডিইউআই বলা হয়। ২৯ এপ্রিল সোমবার স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে গ্রেফতার করা হলেও সকাল ১০টা ৩০ এর সময় তাকে ছেড়ে দেওয়া হয়।
সূত্র: এনবিসি নিউজ