নিউজ ডেস্ক:
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় ক্যাপরী এ্যাপারেলস লি: নামে একটি পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভের ঘনটা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শ্রমিকরা জানান, গত জুলাই ও চলতি মাসের বকেয়া বেতন ভাতা দিই দিচ্ছি বলে না দিয়ে গত শক্রবার কারখানার লে-অফ করে কারখানা কর্তৃপক্ষ।
পরের দিন শ্রমিকরা কাজে এসে কারখানা বন্ধ দেখে উত্তেজিত হয়ে উঠে। পরে কারখানা কর্তৃপক্ষ বেতন ভাতা পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়।
এ ঘটনার পর রবিবার শ্রমিকরা কারখানায় এসে বকেয়া পাওনাদী না পেয়ে ফের উত্তেজিত হয়ে বিক্ষোভ ও কারখানা গেটে অবস্থান কর্মসূচি পালন করে। শ্রমিকরা আরো বলেন কারখানা মালিক একজন প্রতারক শ্রমিকের টাকা নিয়ে ইতোপূর্বেও টালবাহানা করছে।
এবিষয়ে কারখানার এজিএম জাহিদ এর সাথে কথা বললে তিনি বলেন, শ্রমিকের বেতন ভাতা পরিশোধের চেষ্টা চলছে। এব্যাপারে কারখানা মালিক মোজাম্মেল এর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।