স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে ধানের শীষের প্রধান এজেন্টসহ জেলার শীর্ষ নেতাদের নামে নতুন করে নাশকতার মামলা
ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্টসহ জেলার র্শীষ নেতৃবৃন্দের নামে নতুন করে নাশকতার মামলা করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বাদী হয়ে বুধবার এই মামলাটি করেন। ঝিনাইদহ সদর থানার মামলা নং ২৫। মামলায় ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্ট প্রবীন নেতা জাহিদুল ইসলাম, ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সভাপতি সাজেদুর রহমান পাপপু, জেলা ছাত্রদলের সভাপতি সৌমেনুজ্জামান, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রণক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির নেতা বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী আক্তারুজ্জামান, ঝিনাইদহ পৌরসভার কমিশনার গোলাম মহিউদ্দীন, কমিশনার গোলাম মোস্তফা, সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল মামুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ড. হাবিবুর রহমানসহ ৪৫ জন।
ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদের বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই অভিযাগ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, অবাধ, সুষ্ঠ ও শান্তিপুর্ন নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন নতুন কোন রাজনৈতিক মামলা দায়ের ও গনগ্রেফতার না করতে পুলিশকে নির্দেশনা দিয়েছিল। কিন্তু ঝিনাইদহ পুলিশ এই নির্দেশনা থোড়াই কেয়ার করে নৌকা প্রার্থীদের জয়ী করার ভয়ংকর মিশন নিয়ে মাঠে নমেছে। বিএনপি নেতাদের বাড়ি থেকে আটক করে বোমা দিয়ে অমানবিক ভাবে আদালতে সোপর্দ করা হচ্ছে। ধানের শীষের প্রার্থী এড আব্দুল মজিদ অভিযোগ করেন, বুধবার শ্রমিকদল নেতা খাজুরার সাঈদ ও সাজেদুল ইসলাম টুটুল ডাক্তারকে বাড়ি থেকে ও কমিশনার গোলাম মহিউদ্দীনকে পৌরসভার সামনে থেকে আটক করে কথিত নাশকতা চক্রান্তকারী হিসেবে বোমা দিয়ে চালান দেওয়া হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি তৌহিদুলের বিরুদ্ধে জেলা রির্টানিং অফিসারের কাছে অভিযোগ করার একদিন পর। তিনি বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় এ সংক্রান্ত একটি গায়েবী নাশকতা মামলা করেছেন। সবচে আশ্চর্য্যের বিষয় ঝিনাইদহ-৩ আসনে ধানের শীষের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমানকেও ঝিনাইদহ থানায় দায়ের করা নাশকতা মামলায় আসামী করা হয়েছে। এতেই প্রমানিত হয় ঝিনাইদহের চারটি আসনে ধানের শীষের গনজোয়ার দেখে ভীত হয়ে এ সব মিথ্যা, হয়রানী ও বানোয়াট মামলা করা হচ্ছে বলে মজিদ বিজ্ঞপ্তিতে দাবী করেন।