জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলায় গত২৪ ঘন্টায় ২টি উপজেলায় দুইজন ডাক্তার ও নার্সসহ নতুন করে আরও ৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আক্রান্তদের বয়স ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে। এ পর্যন্ত জেলাতে ৩২ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের মধ্যে কালীগঞ্জের মেডিকেল অফিসার সম্পা মদক ও কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সানজিদা খাতুন। কোটচাদপুর এলাকায় বাকি দুজন নারায়নগঞ্জ থেকে সম্প্রতি ফেরত এসেছে। ঝিনাইদহ সিভিল সার্জন ডা: সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজ থেকে গেল ২৪ ঘন্টায় ১৩টি নমুনার ফলাফল এসেছে। তার মধ্যে ৪জন ফলাফল পজেটিভ এসেছে। করেনা ভাইরাসে যারা আক্রান্ত যারা হয়েছে তার মধ্যে ২জন চিকিৎসক ও সেবিকা রয়েছে। তাদের সবাইকে হোম আইসোলেশনে রাখা হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ প্রশাসন কে সাথে নিয়ে সে সব বাড়ি ও এলাকায় লক ডাউন করা হবে। এ জেলায় এখন পর্যন্ত ৩২ জন আক্রান্ত হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।