স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রাম হতে হাত বোমা, জিহাদী বইসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে বিশেষ অভিযানে এসব উদ্ধার করা হয়। ঝিনাইদহ পুলিশ জানান, বুধবার দুপুরে পুলিশের বিশেষ অভিযান চলাকালে ঝিনাইদহ সদর থানাধীন বৈডাঙ্গা গ্রামের আনার মন্ডলের বাড়িতে কিছু লোক নাশকতার পরিকল্পনা করছে বলে জানাতে পরে। পরে সেখানে অভিযান চালিয়ে ৩০টি হাত বোমা, জিহাদী বই ও বাশেঁর লাঠিসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা ডাকবাংলা মাগুরাপাড়া গ্রামের মৃত রশিদের ছেলে মোঃ সাজিদুল রহমান টুটুল (৪০), খাজুরা শেখপাড়া গ্রামের মৃত আবুল হোসেন শেখের ছেলে মোঃ আবু সাইদ শেখ (মাছ সাইদ) (৫৫), বৈডাঙ্গা গ্রামের মৃত মগরেব আলী মন্ডলের ছেলে মোঃ বাবলুর রহমান (৩৬), একই গ্রামের মৃত আফিল মন্ডলের ছেলে মোঃ আনার মন্ডল (৪৭)। পুলিশ বাদি হয়ে ঝিনাইদহ সদর থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক উপাদানাবলী আইনে মামলা করা হয়েছে। এদিকে, মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত রাতে অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশ নাশকতার মামলার ৭জন আসামি কে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ুবুর রহমান জানান, নাশকতার মামলায় কৃষœপুর গ্রামের সোরাফ আলী মন্ডল (৩৪), ভগবাননগর গ্রামের রাসেল মন্ডল (২৩),দুর্লভপুর গোমের ফিরোজ(২৩),ত্রীবেনী গ্রামের বাবুল হোসেন (৪৭), কৃপালপুর গ্রামের শহিদুল ইসলাম (৪৯), আবাইপুর গ্রামের সাহেব আলী (৪৭), ত্রীবেনী গ্রামের হাবিবুর রহমান (৬২) কে আটক করে কোর্টে সোপার্দ করা হয়েছে। আটকৃত ব্যক্তিদের বিরুদ্ধে শৈলকুপা থানায় নাশকতার মামলা রয়েছে। শৈলকুপা থানা মামলা নং যথাক্রমে ২২/১৮,১৭/১৮ও ০২/১৮ইং। আটককৃত ব্যক্তিরা সবাই বিএনপির সমর্থক বলে জানা যায়।