ঝিনাইদহ মালখানার হ্যাজবোল্ড ভাঙ্গা চলছে তদন্ত

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের নিচে অবস্থিত মালখানার হ্যাজবোল্ড

ভাঙ্গা পাওয়া গেছে। বৃহস্পতিবার মালখানার দায়িত্বে নিয়োজিত পুলিশ বিষয়টি
উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তোলপাড় শুরু হয়। কে বা কার গুরুত্বপুর্ন এই রুমের
হ্যাজবোল্ড ভেঙ্গেছে তার অনুসন্ধান করা হচ্ছে। খুলনা ও ঝিনাইদহ পুলিশের উচ্চ পর্যায়ের
কর্মকর্তারা মালখানায় ঢুকে কোন জিনিস খোয়া গেছে কিনা তা তদন্ত করে
দেখছেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ গুরুত্বপুর্ন মালামাল খোয়া যাওয়ার খবর
নিশ্চিত হওয়া যায় নি। পুলিশ কর্মকর্তারা মালখানায় ঢুকে রেজিষ্টারের সাথে মিলিয়ে
দেখছেন বলে একটি সুত্র জানায়। এ ব্যাপারে ঝিনাইদহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের
সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা ফোন ধরেন নি। ঝিনাইদহ সদর থানার ওসি
মঈন উদ্দীন জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। ঝিনাইদহ সিআইডির পরিদর্শক কাজল কুমার শর্মা বলেন, আমাকে তো কিছু জানানো হয়নি। তাই কিছু
বলতে পারছি না। ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যজিষ্ট্রেট আদালতের সোহেল রানা
জানান, সকালে মালখানার মুল দরজার হ্যাজবোল্ড ভাঙ্গা পেয়ে পুলিশ কর্মকর্তারা বিষয়টি
খতিয়ে দেখছেন। এখন পর্যন্ত কোন জিনিস হারানোর খবর পাওয়া যায় নি। মালখানার
দায়িত্বে থাকা পুলিশের এসআই আব্দুল আজিজের মুঠোফোনে ফোন করা হলে তিনিও
ফোন ধরেন নি।