ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ বিআরটিএ অফিসে অভিযান চালিয়ে রাজিব হোসেন ও মিজানুর রহমান নামের দুই দালালকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ দন্ডাদেশ প্রদাণ করেন। আদালত সুত্রে জানা গেছে, জেলার বিআরটিএ অফিসে সেবাগ্রহীতাদের জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান চালিয়ে ওই দুই জনকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। দালালদের সাথে বিআরটিএ অফিসের কোন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী। উল্লেখ্য, জেলা প্রশাসক জাকির হোসেন দু’দফায় বিআরটিএ অফিসে আকস্মিক অভিযান চালিয়ে কয়েকজন দালালকে আটক করে দন্ডাদেশ প্রদাণ করেন।