ঝিনাইদহ পুলিশে ১০০ টাকায় চাকরি পেলেন ৫৯ যুবক-যুবতী

0
13

নিউজ ডেস্ক:ঘুষ ছাড়াই ঝিনাইদহ জেলায় এবার পুলিশে লোক নিয়োগ দেওয়া হয়েছে। চাকরি পেয়েছেন ৫৯ জন। তাঁদের প্রত্যেকের খরচ হয়েছে মাত্র ১০০ টাকা। চাকরিপ্রাপ্তদের মধ্যে অধিকাংশরই পিতা দিনমজুর। কারও পিতা মৎস্যজীবী, কেউ রাজমিস্ত্রী, কেউ রিকশা-ভ্যানচালক, কেউ এতিম, কেউবা কৃষক। অর্থবিত্তের জোরে এবার চাকরি হয়নি কারও। দালালচক্র ভিড়তে পারেনি ধারের কাছে। মেধা ও যোগ্যতার বলে বিনা ঘুষে পুলিশে চাকরি পেয়েছেন ৫৯ জন। চাকরি পাওয়ার ঘোষণা শুনে খুশিতে কান্নায় ভেঙে পড়েন অনেকের পিতা-মাতা। আর এ পরিচ্ছন্ন নিয়োগের কারিগর হচ্ছেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএম।
তথ্য নিয়ে জানা গেছে, ঝিনাইদহে পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য প্রথম দিনে মাঠে উপস্থিত ছিলেন ৩ হাজার ৪৮ জন। তাঁদের মধ্যে লিখিত পরীক্ষায় অংশ নেন ৩৪৮ জন। চূড়ান্তভাবে উত্তীর্ণ হন ৫৯ জন। পুলিশ সুপারের ঘোষণা অনুযায়ী স্বচ্ছভাবে নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। ঝিনাইদহ পুলিশে এ ঘুষবিহীন চাকরি হওয়ায় বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানিয়েছে পুলিশ সুপার মো. হাসানুজ্জামান পিপিএমকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন। উল্লেখ্য, এর আগে ঝিনাইদহের অনেক যুবকের ভিটেবাড়ি বিক্রি করে চাকরি গ্রহণের ইতিহাস রয়েছে। কেউ কেউ দালালদের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন, এমন কথাও শোনা গেছে আগে।