ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তণ ক্যাডেটদের সংগঠন টিএফও’র পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে বিনামুল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ঝিনাইদহ পৌরসভা অডিটরিয়ামে এ উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। সেসময় উপস্থিত ছিলেন টিএফও’র কো-অর্ডিনেটর মেহেদী হাসান ইমন, প্রাক্তণ ক্যাডেট সুমন, তৌফিকুর রহমানসহ অন্যান্যরা। ২০১২ সাল থেকে শিক্ষার্থীদের এই সংগঠনটি সমাজের উন্নতি, দারিদ্র দুরীকরণ, শিক্ষার সু-ব্যবস্থা ও আর্থিক স্বচ্ছলতা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার দুপুরে হতদরিদ্রদের ৬ মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদাণ করা হয়।