ঝিনাইদহ আলমসাধুর ধাক্কায় শিশু নিহত

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহের সদরে আলমসাধুর ধাক্কায় আছিয়া খাতুন নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মীপুর নতুন বাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া সদর উপজেলার খাজুরা গ্রামের আছির উদ্দিনের মেয়ে। সে কালা-লক্ষীপুর গ্রামের নানা ইনছান আলীর বাড়ীতে থাকতো।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, হাটগোপালপুর থেকে ইট বোঝাই একটি আলমসাধু ঝিনাইদহ শহরের দিকে আসছিল। এ সময় আলমসাধুটি ওই এলাকার নতুন বাড়ীর সামনে শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।