ঝিনাইদহে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আসিফ আহম্মেদ আরজু (১৫) নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরের উপশহরপাড়ার একটি বাসার সানশেড ভেঙে সে নিহত হয়। আরজু চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডপাড়ার (অগ্নিবীনা সড়ক) বিপ্লবী ছাত্র মৈত্রীর সাবেক নেতা নেহাল উদ্দীন সোহেলের ছেলে। আরজুর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে। আরজুর ঘনিষ্ঠ বন্ধু অর্কো হোসেন জানায়, সন্ধ্যার দিকে আরজু উপশহরপাড়ার ব্যাংকার হানিফের বাসায় যায় প্রসেনজিৎ নামের এক শিক্ষকের কাছে পড়তে। স্যারের গেট খুলতে দেরি দেখে আরজু ওই বাসার গেটের ওপরের সানশেডে ঝুলে ব্যায়াম করছিল। এ সময় সানশেড ভেঙে তার বুকের ওপর পড়ে। দ্রুত তাকে স্থানীয় হাসান ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানান, বুকে আঘাত লেগে তার মৃত্যু হতে পারে। এদিকে আরজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী, বন্ধু, শিক্ষক ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।