ঝিনাইদহে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর থানার শ্রীরামপুর গ্রাম থেকে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামি ফকরুল ইসলাম ওরফে মাসুদ নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোজলেম হোসেন ও প্রশান্ত কুমার শ্রীরামপুর মাদ্রাসার সামনে থেকে গতকাল শুক্রবার সকালে তাঁকে গ্রেপ্তার করেন। তিনি আরও জানান, তাঁর বিরুদ্ধে মাগুরা সদর আদালতে সিআর মামলা রয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।