নিউজ ডেস্ক:মার্কিন রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার গতকাল মঙ্গলবার ঝিনাইদহ সফর করেন। তিনি মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামের মাঠে যান। সেখানে বাজার সংলগ্ন মাঠে আর্ল রবার্ট মিলার ভুট্টা চাষিদের সাথে কথা বলেন। পেট্রোক্যাম লি. নামে একটি কোম্পানীর আয়োজনে তিনি পাইয়োনিয়ার-৩৩৫৫ জাতের ভুট্টার একটি প্রদর্শনী প্লট ঘরে ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি এ জাতের ভুট্টা বীজ সম্পর্কে কৃষকদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কৃষকদের সুবিধা অসুবিধার কথা শোনোন এবং সঠিক পরামর্শ দেন। রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলারের সাথে ইউএসএআইডি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জেইনা সালাহী উপস্থিত ছিলেন। এ সময় ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীলসহ এলাকার ভুট্টা চাষীরা উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদুত আর্ল রবার্ট মিলার এ সময় বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জোরদার অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যার অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে কৃষি। তিনি বলেন, এ অঞ্চল ভ্রমণ করা এটি আমার দ্বিতীয় দিন। বাংলাদেশ ও আমেরিকার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক। আর এ দুইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৃষি। তিনি বলেন, গৌরিনাথপুর গ্রামের ভুট্টা চাষ দুই দেশের সম্পর্কের উৎকৃষ্ট উদাহরণ। এখানে চাষ করা ভুট্টা বিশ্বমানের বলেও তিনি মন্তব্য করেন।