ঝিনাইদহ সংবাদাতাঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলামপুর গ্রামের হাসান (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে যাব্বজীবন কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ গোলাম আজম এ দন্ডাদেশ প্রদাণ করেন। দন্ডিত হাসান ওই গ্রামের সোনা মিয়ার ছেলে। আদালত সুত্রে জানা যায়, ২০০৫ সালে ৫১ বোতল ফেন্সিডিলসহ হাসানকে আটক করে পুলিশ। এ মামলায় স্বাক্ষ্য গ্রহণ ও শূনানীর পর মঙ্গলবার আদালত তাকে এ রায় প্রদাণ দেন। এদিকে ঝিনাইদহ শহরের হামদহ এলাকা থেকে ইয়াবাসহ আসাদুল ইসলাম আসাদ (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার হামদহ বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসাদুল ইসলাম আরাপপুর (শেখপাড়া) সদর উদ্দীনের ছেলে। ঝিনাইদহ র্যাব ৬-এর স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, শহরের হামদহ বাইপাসে মান্নান ষ্টোর এর সামনে মাদক ব্যবসায়ী আসাদুল ইসলাম অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সেসময় তার কাছ থেকে সত্তর পিস ইয়াবা উদ্ধার করা হয়।