জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ: ভোক্তা অধিকার সংরক্ষণ আইন প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সনাকের সহ-সভাপতি সুরাইয় পারভীন মলি, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ এর সাবেক সভাপতি মীর নাসির উদ্দিন, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, মাহমুদুল ইসলাম ফোটন, বতর্মান সহ-সভাপতি নাসিম উদ্দিন, ওয়েল ফেয়ার এফোর্টস এর পরিচালক শরিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এর সহকারী পরিচালক সুচন্দন মন্ডল। অনুষ্ঠানে বক্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ প্রচারের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে সকলকে এগিয়ে আসার আহŸান জানান।