ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে জখম!

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার কেশবপুর গ্রামে চিহ্নিত সন্ত্রাসীরা মাসুম (৩০) নামে এক রুটি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে। আহত মাসুম কেশবপুর গ্রামের হোসেন আলীর ছেলে। গত বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বিষয়খালী বাজারে আসার সময় এলাকার চিহ্নত মাদক ব্যবসায়ী কেশবপুর গ্রামের ইউসুফের ছেলে আকবর ডাকাত, নুর আলীর ছেলে জামাল ও সাইদুল, শামছুলের ছেলে ইয়াবা ব্যবসায়ী মামুন এবং আকবরের ছেলে মিঠুন কুপিয়ে মাসুমকে জখম করে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ খবরের সত্যতা স্বীকার করে জানান, হামলাকারীরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। এরা এক সময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দলের ক্যাডার ছিল। মাদকের বিরুদ্ধে ইউনিয়নে প্রতিরোধ গড়ে তোলার কারণে ক্ষিপ্ত হয়ে এই চক্রটি প্রতিবাদী মানুষকে কুপিয়ে জখম করছে। এর আগে এলাকার মাতুব্বর ইয়ামিন খা (৫৮) ও রেজাউল মালিথাকে (৫৫) কুপিয়ে জখম করেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় এজাহার দেওয়া হয়েছে বলে চেয়ারম্যান খুরশিদ গণমাধ্যম কর্মীদের জানান।