জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ যুব উন্নয়ন অধিদপ্তর ঝিনাইদহ সদর উপজেলা কার্যালয় কর্তৃক আয়োজিত ও যুব সংগঠন ‘দুরন্ত’র সার্বিক সহযোগীতায় ঝিনাইদহের ৩০ জন বেকার যুবক ও যুব মহিলাদের নিয়ে পরিচালিত সরকারি টিএসসিতে ০৭ দিনব্যাপী অপ্রাতিষ্ঠানিক গরু মোটাতাঁজা বিষয়ক যুব প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৮ মে রোববার দুরন্ত’র সভাপতি ফৌজিয়া হক জুঁই এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিঃ মিরাজ জামান রাজ পিভিএম-সেবা এর সঞ্চালনায় যুব প্রশিক্ষণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন, ঝিনাইদহ সরকারি টিএসসির অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন ঝিনাইদহ সরকারি ভেটেনারী কলেজ এর সহযোগী অধ্যাপক সর্দার মোঃ খায়রুল বাশার ও যুব সংগঠক ফারজানা ববি। আগামী ২৫ মে পর্যন্ত অপ্রাতিষ্ঠানিক অনাবাসিক উক্ত প্রশিক্ষণ কোর্সটি চলবে।