ঝিনাইদহে পিস্তল-গুলিসহ তিন ডাকাত গ্রেপ্তার

0
10

নিউজ ডেস্ক:ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালী এলাকা থেকে আন্তজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের খড়িখালী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার মহম্মদজুম্মা গ্রামের আকুল ম-লের ছেলে শহিদুল ইসলাম শহীদ, একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে আরিফুল ইসলাম ও ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের মোহম্মদ আলীর ছেলে ঝন্টু মিয়া।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, মঙ্গলবার ভোরে খড়িখালী এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি গাছকাটা করাত, দুটি হাঁসুয়া ও রশি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাঁদের নামে থানায় মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।