ঝিনাইদহ সংবাদাতাঃ সব ঠিকঠাক চলছিল। ছেলে আলিফের সুন্নতে খাৎনার আয়োজন ছিল আজ শুক্রবার। সে মোতাবেক দাওয়াত দেওয়া হয় আত্মীয় স্বজনসহ ১১৫০ জন অতিথিকে। কিন্তু ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠান আর হলো না। নাশকতার অভিযোগে আটক হলেন বাবা ঝিনাইদহ জেলা যুবদলের আহবায়ক আহসান হাবিব রণক। স্ত্রী ফারজানা ফেরদৌস অভিযোগ করেন, বুধবার আদর্শপাড়ার পরিবেশক সমিতির অফিসে ছেলের সুন্নতে খাৎনার অনুষ্ঠান নিয়ে বন্ধুবান্ধব ও দলীয় বন্ধুদের নিয়ে আলাপ আলোচনা করছিলেন স্বামী আহসান হাবিব রণক। এ সময় পুলিশ তাকেসহ ৬ জনকে নাশকতার অভিযোগে আটক করে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর মধ্য দিয়ে ছেলে আলিফের সুন্নতে খাৎনা অনুষ্ঠান পন্ড হয়ে যায়। ফারজানা জানান, ছেলের সুন্নতে খাৎনা অনুষ্ঠান করার জন্য পারিবারিক ভাবে ব্যাপক আয়োজন সম্পন্ন ছিল। আত্মীয় স্বজনদের দাওয়াতও পেছে যায় যথা সময়ে। কিন্তু স্বামীর আটকের ফলে তাদের সেই আশার গুড়ে বালি পড়ে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ আগেই মিডিয়াকে জানান, নাশকতার পরিকল্পনা করার সময় বিএনপির এই ৬ নেতাকে গ্রেফতার করা হয়। পুলিশ এ সময় ককটেল, লাঠি ও পেট্রোল বোমা জব্দ করেছে। গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক এই মামলায় অন্যান্যদের আসামী করা হয়।