ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দু,পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৭ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ঝিনাইদহ জেলা সদরের পদ্মাকর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিজামুল লিটু এবং একই ইউনিয়নের পরাজিত ইউপি চেয়ারম্যান প্রার্থী বিকাশ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে উভয় গ্রুপের লোকজন হাটগোপালপুর বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।