ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগীতা, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠানের উদ্ভাবকের খোঁজে বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসের আয়োজনে আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মো: রেজাউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুন, জেলা তথ্য অফিসার আবুবকর সিদ্দীক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জেলা ব্র্যান্ডিং, কিশোর বাতায়ন প্রতিযোগীতা, হিউম্যান ডেভেলপমেন্ট মিডিয়ার অনুষ্ঠানের উদ্ভাবকের খোঁজে বিষয়ক আলোচনা করা হয়। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ড ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।