স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
“দুর্যোগের প্রস্তুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের আয়োজনে শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রউফ মন্ডল, জেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, চেম্বার অব কমার্স ইন্ড্রাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষার প্রতি সকলকে আহ্বান জানান।